ব্যাংকিং গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : এসএমই খাতে আগামী বছরেই ঋণের ২৫% দিতে হবে, জমি বেচল ইসলামী ব্যাংক, আগামী ৪৮ ঘণ্টায় ‘জীবনমরণ’নির্ভর করছে ক্রেডিট সুইসের, পোশাকের মতো অন্যান্য খাতও পাবে বন্ড–সুবিধা, ‘অনিয়ন্ত্রিত’ ক্রিপ্টোকারেন্সির বাজার, ভ্যাট মেশিনের ‘গল্প’ চলছেই, এবারে আসছে নতুন উদ্যোগ, মার্কিন ওষুধ কোম্পানি অ্যামজেন আবার কর্মী ছাঁটাই করছে, ফার্স্ট রিপাবলিকের পতন ঠেকাতে এগিয়ে এল ১১ ব্যাংক
Table of Contents
এসএমই খাতে আগামী বছরেই ঋণের ২৫% দিতে হবে | সারা সপ্তাহের খবর
এসএমই খাতে আগামী বছরেই ঋণের ২৫% দিতে হবে
আগামী বছরেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের বিতরণ করা মোট ঋণের ২৫ শতাংশ কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের দেওয়ার লক্ষ্য নির্ধারণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক এসএমই খাতে ঋণ বিতরণ বাড়ানোর এই নির্দেশনা দিয়েছে। তবে এখন পর্যন্ত এসএমই খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা মোট ঋণের ২০ শতাংশ গেছে এসএমই খাতে।
জমি বেচল ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার প্রধান কার্যালয়ের ভবন তৈরির জন্য রাজধানীর মতিঝিল এলাকার সেনাকল্যাণ ভবনের পাশে ৭০ দশমিক ৮২ শতক জমি কিনেছিল। এখন সেই জমি বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছে বেসরকারি খাতের ব্যাংকটি। এ জন্য বাংলাদেশ ব্যাংকের খরচ হয়েছে ১১০ কোটি টাকা। জমিটি বাংলাদেশ ব্যাংক-সংলগ্ন না হলেও কাছাকাছিই। জমির ঠিকানা ১৯৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা।
আগামী ৪৮ ঘণ্টায় ‘জীবনমরণ’নির্ভর করছে ক্রেডিট সুইসের
পশ্চিমা বিশ্বে দুই দিনের সাপ্তাহিক ছুটি শুরু হচ্ছে আজ থেকে। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই ৪৮ ঘণ্টার মধ্যে সুইজারল্যান্ডের বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইসকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ টিকে থাকতে বড় কিছু করতে হবে, তা না হলে ভেঙেও পড়তে পারে তারা।
পশ্চিমা ব্যাংক খাতে অস্থিরতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের তিন দিনের ব্যবধানে দুটি ব্যাংক বন্ধ হওয়ার পর গত সপ্তাহে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইস তারল্য বাড়াতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণ নেয়। সেই রেশ কাটতে না কাটতে এবার জানা গেল, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট সুইসকে ইউবিএস এজির সঙ্গে একীভূত হতে পরামর্শ দিয়েছে।

পোশাকের মতো অন্যান্য খাতও পাবে বন্ড–সুবিধা
বর্তমানে পোশাকশিল্পে যে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স–সুবিধা রয়েছে, তা রপ্তানিযোগ্য অন্য সব পণ্যের ক্ষেত্রেও দেওয়া হবে। ফলে দেশ থেকে যেসব পণ্য রপ্তানি হবে, সেগুলো উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে উদ্যোক্তাদের কোনো শুল্ক পরিশোধ করতে হবে না। এই সুবিধার সঙ্গে শতভাগ রপ্তানিমুখী পণ্যের ক্ষেত্রে ডিউটি ড্র ব্যাক সুবিধাও থাকবে।
‘অনিয়ন্ত্রিত’ ক্রিপ্টোকারেন্সির বাজার
বিশ্বজুড়ে সাম্প্রতিক মাসগুলোয় ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির লেনদেনে একের পর এক বিপত্তি ও কেলেঙ্কারি ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে না পারায় নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিন্দা–সমালোচনা হচ্ছে। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ হওয়ার ঘটনায় বৈশ্বিক আর্থিক ব্যবস্থা বড় ধাক্কা খেয়েছে। মাত্র তিন দিনের মাথায় সিগনেচার ব্যাংক নামের আরেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
ভ্যাট মেশিনের ‘গল্প’ চলছেই, এবারে আসছে নতুন উদ্যোগ
ভ্যাটের মেশিনের গল্প যেন শেষ হয় না। গত দেড় দশক ধরে ভ্যাট মেশিন বাধ্যতামূলক করা হলেও এখন পর্যন্ত সারা দেশে ১০ হাজার মেশিনও বসেনি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একেক সময় একেক ধরনের সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) কিংবা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর ‘কর্মসূচি’ সাফল্যের মুখ দেখেনি। ২০০৯ সালে প্রথম যখন সব পাইকারি ও খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানে ইসিআর মেশিন বসানো বাধ্যতামূলক করা হয়, পরের এক দশকে সেই চেষ্টা খুব সফল হয়নি বললেই চলে।
মার্কিন ওষুধ কোম্পানি অ্যামজেন আবার কর্মী ছাঁটাই করছে
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি অ্যামজেন দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করছে। এবার প্রতিষ্ঠানটি ৪৫০ জন কর্মী ছাঁটাই করবে। সেই সঙ্গে কর্মীর সংখ্যা ২ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ওষুধের মূল্যবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির চাপে পড়েই প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে অ্যামজেন।
ফার্স্ট রিপাবলিকের পতন ঠেকাতে এগিয়ে এল ১১ ব্যাংক
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) ও সিগনেচার ব্যাংক বন্ধ হওয়ার পরে পতনের ঝুঁকিতে পড়েছে দেশটির আরেক ব্যাংক—ফার্স্ট রিপাবলিক ব্যাংক। তবে সান ফ্রান্সিসকোভিত্তিক এ ব্যাংকের পতন ঠেকাতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক। জে পি মরগ্যান ও সিটি গ্রুপের নেতৃত্বে ১১টি ব্যাংক ফার্স্ট রিপাবলিককে ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার আমানত দিচ্ছে।
আরও দেখুনঃ