৯০ শতাংশ নারীকে ব্যাংকমুখী করা সম্ভব । সারা সপ্তাহের খবর

আমাদের আলোচ্য বিষয়ঃ ৯০ শতাংশ নারীকে ব্যাংকমুখী করা সম্ভব

ব্যাংকিং গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত।

আজকের আলোচনার বিষয়ঃ রপ্তানি আয় বিলম্বে আনলে ডলারের চলতি বাজারমূল্য মিলবে না, ৯০ শতাংশ নারীকে ব্যাংকমুখী করা সম্ভব, রপ্তানি মূল্যের প্রকৃত প্রত্যাবাসনের দিনের রে‌টেই নগদায়ন হবে ডলার, রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানের ঋণ হিসাব সমন্বয় করার নির্দেশ, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের শাখার হালনাগাদ তথ্য চায়, রেমিট্যান্স সেবা মাসের উদ্বোধন, ব্যাংককে নারী দিবস পালনের নির্দেশ, ইসলামী ব্যাংক চালু করল ভিসা হজ এজেন্ট কার্ড।

 

৯০ শতাংশ নারীকে ব্যাংকমুখী করা সম্ভব

 

 

রপ্তানি আয় বিলম্বে আনলে ডলারের চলতি বাজারমূল্য মিলবে না

ডলারের দাম বাড়তে থাকায় অনেক রপ্তানিকারক নির্দিষ্ট সময়ের পরে রপ্তানি আয় দেশে আনছেন। ডলারের বাড়তি দাম পেতেই এ সুযোগ নিচ্ছেন রপ্তানিকারকেরা। তাতে দেশে ডলারের সংকট কাটছে না। রপ্তানি আয় প্রত্যাবাসনের এই গড়িমসি রোধ করতে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, রপ্তানি আয় যখনই আসুক না কেন, তা এখন থেকে আর ডলারের চলতি বাজারমূল্যে নগদায়ন হবে না। বরং রপ্তানি আয় যখন আসার কথা, তখনকার বাজারমূল্য বিবেচনায় তা নগদায়ন হবে।

৯০ শতাংশ নারীকে ব্যাংকমুখী করা সম্ভব

করোনা-পরবর্তী সময় থেকে নারীদের মধ্যে স্বাবলম্বী হওয়ার বা আত্মনির্ভরশীল হওয়ার ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, যা ঠিক তিন থেকে চার বছর আগেও সেভাবে দেখা যেত না। নারীরা এগিয়ে আসছেন নতুনধারার ভিন্ন ভিন্ন ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে। এতে ব্যাংকের কাছে নারীদের ঋণ নিতে আসার হার আগের চেয়ে বেড়েছে।

রপ্তানি মূল্যের প্রকৃত প্রত্যাবাসনের দিনের রে‌টেই নগদায়ন হবে ডলার

পণ্য রপ্তানি মূল্য বিলম্বে প্রত্যাবাসন (রপ্তানি পণ্যের মূল্য নির্ধারিত সময়ে না আসলে) হলে প্রকৃত প্রত্যাবাসনের তারিখের বিনিময় হারে মূল্য পরিশোধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ রপ্তানি পণ্যের মূল্য যে‌দিনই দে‌শে আস‌ুক, প্রকৃত প্রত্যাবাসনের তারিখের ডলারের রেটে মূল্য পরিশোধ কর‌বে ব্যাংক।

 

৯০ শতাংশ নারীকে ব্যাংকমুখী করা সম্ভব

 

রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানের ঋণ হিসাব সমন্বয় করার নির্দেশ

সোমবার (৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধ প্রক্রিয়া অধিকতর সহজ করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে সুদ মওকুফ (যদি থাকে) পরবর্তী ঋণ স্থিতির ওপর ব্যাংক সর্বোচ্চ কস্ট অব ফান্ড হারে সুদারোপ করতে পারবে। তবে সুদারোপকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে জারি করা নির্দেশনা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের শাখার হালনাগাদ তথ্য চায়

রোববার (৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেমে (আইএসএস) রিপোর্টিং নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েব পোর্টালে আইএসএস রিপোর্ট আপলোডের পরবর্তী ৫ দিনের মধ্যে ব্যাংকগুলোকে শাখার হালনাগাদ তথ্য ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দাখিল করতে হবে।

 

৯০ শতাংশ নারীকে ব্যাংকমুখী করা সম্ভব

 

রেমিট্যান্স সেবা মাসের উদ্বোধন

‘হুন্ডিতে নয়, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করি, সবাই মিলে সুন্দর-সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে এবং ৬ মার্চ আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক মাসব্যাপী ‘রেমিট্যান্স গ্রাহক সেবা মাস- ২০২৩’ উদ্বোধন করেছে।

ব্যাংককে নারী দিবস পালনের নির্দেশ

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালনে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

 

google news logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ইসলামী ব্যাংক চালু করল ভিসা হজ এজেন্ট কার্ড

বাংলাদেশে সর্বপ্রথম সর্বোচ্চ লেনদেন সুবিধাসহ ‘ভিসা হজ এজেন্ট কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সোমবার রাজধানীর এক হোটেলে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ কার্ডের উদ্বোধন করেন।

আরও দেখুনঃ

Leave a Comment