ন্যাশনাল পেমেন্ট সুইচ সচল হয়েছে,চলছে লেনদেন এ খবর দিয়ে শুরু করছি ব্যাংকিং গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
ন্যাশনাল পেমেন্ট সুইচ সচল হয়েছে | সারা সপ্তাহের খবর
ইসলামী ব্যাংক ডিএমডি পদত্যাগ করেছেন
বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদত্যাগ করেছেন। সিদ্দিকুর রহমান ব্যাংকটির প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) ছিলেন।
ব্যাংকটির বিভিন্ন সূত্রে তাঁর পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ব্যাংকটির মালিকপক্ষের মৌখিক নির্দেশে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁকে পদত্যাগ করতে বললে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। এরপর গত সোমবার থেকে সিদ্দিকুর রহমান আর অফিসে যাচ্ছেন না।
ন্যাশনাল পেমেন্ট সুইচ সচল হয়েছে,চলছে লেনদেন
বাংলাদেশ ব্যাংকে স্থাপিত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সার্ভারে যে সমস্যা দেখা দিয়েছিল, তার সমাধান হয়েছে। সার্ভারটি সচল করে স্বাভাবিক লেনদেন চালু করতে পেরেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। ফলে ইন্টারনেট ব্যাংকিং সেবা আবার চালু হয়েছে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তর করা যাচ্ছে। একই কারণে কিছু ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে যে সমস্যা দেখা দিয়েছিল, তা–ও কেটে গেছে।
০৯ এপ্রিল থেকে মিলবে নতুন নোট
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ব্যাংকগুলোর মাধ্যমে রোববার (৯ এপ্রিল) থেকে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। এদিন থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ।
গত ২৯ মার্চ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স থেকে জানানো হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

রূপালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত
রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈদেশিক বাণিজ্য ঋণ ও আন্তর্জাতিক বিভাগের আয়োজনে সারা দেশের ২৯টি আমদানি-রপ্তানি শাখা (এডি শাখা) ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করে।
বাংলাদেশ ব্যাংকের সার্ভার ত্রুটি, লেনদেন বন্ধ ৬ ঘণ্টা
বাংলাদেশ ব্যাংকের সার্ভার ত্রুটির কারণে প্রায় ৬ ঘণ্টা ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এনপিএসবি বা তাৎক্ষণিক লেনদেন সেবা দিতে পারেনি ব্যাংকগুলো। বুধবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর বাংলাদেশ ব্যাংকের সার্ভারে বিপর্যয় হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তা পুনরায় সচল করা হয়।
আইনের দুর্বল প্রয়োগে বেড়েছে খেলাপি ঋণ
বাংলাদেশের ব্যাংক খাতে সার্বিকভাবে সম্পদের মান কমেছে। এতে ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল হয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য ও দেশে ডলারের দাম বাড়ায় আমদানি খরচ মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক মন্দায় ঋণগ্রহীতাদের আর্থিক সক্ষমতা কমেছে। ঋণ পরিশোধের বিধিমালা শিথিল করা হয়েছে। এতে ঋণ আদায় কমে গেছে। ব্যাংক খাতে ঋণ শৃঙ্খলা রক্ষা ও আইনের দুর্বল প্রয়োগের কারণে আর্থিক সূচকগুলোর অবনতি হয়েছে। বেড়েছে খেলাপি ঋণ।
বাণিজ্য ঘাটতি এক লাখ ৪৮ হাজার কোটি টাকা
বিদেশি মুদ্রার সংকট কাটাতে আমদানিতে দেওয়া হয়েছে নানা শর্ত। এতে এলসির হার কমলেও আমদানি দায় পরিশোধ কমেনি।
এখনো রপ্তানি আয়ের তুলনায় আমদানিতে খরচ করতে হচ্ছে বেশি। প্রবাসী আয়ও আশানুরূপ বাড়েনি। উন্নয়ন সহযোগীদের ঋণের ছাড় কমে গেছে।
ব্যাংকঋণের সুদহার নির্ধারণে নতুন ব্যবস্থা
ব্যাংকঋণের সুদহার নির্ধারণ হবে ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের সঙ্গে সম্পর্ক রেখে। ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ পর্যন্ত যোগ করা যাবে। এখন ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ৬ দশমিক ৯৯। ফলে এখনকার হিসাবে ঋণের সুদ হতে পারে সর্বোচ্চ ১০ শতাংশ। তবে ব্যাংকঋণের সুদের সর্বোচ্চ হার কত হবে, বাংলাদেশ ব্যাংক তা প্রতি মাসে নির্ধারণ করে ঘোষণা করবে। এ হার ঠিক করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তার নির্ধারিত সূত্র অনুসরণ করবে। নতুন এ ব্যবস্থা কার্যকর হবে আগামী জুলাই মাস থেকে। এর নাম দেওয়া হয়েছে ‘শর্টটার্ম মান্থলি এভারেজ রেট’ বা স্মার্ট।
আরও দেখুনঃ