ব্যাংকিং গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : পরিচালকেরা নিজেদের মালিক ভাবছেন, ব্যাংক ডাকাতির ঘটনা, ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা বন্ধ, রপ্তানি আয় বিলম্বে আনলে ডলারের চলতি বাজারমূল্য মিলবে না, লংকাবাংলা ফাইন্যান্সের আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন, মার্কিন ব্যাংক এসভিবি ধস নামার ঠিক আগে যে ৬ ঘটনা ঘটেছিল, পূবালী ব্যাংকের সাড়ে ৫০ লাখ টাকা ‘হাওয়া’,৭ বছরেও হদিস মেলেনি , ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ডাকাতি,
পরিচালকেরা নিজেদের মালিক ভাবছেন | সারা সপ্তাহের খবর
পরিচালকেরা নিজেদের মালিক ভাবছেন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ‘নৈতিকতা ও সুশাসন ব্যাংকিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যাংক খাতে এর কিছু ব্যত্যয় হচ্ছে। আমরা দেখেছি, কিছু ব্যাংকের পরিচালক নিজেদের ব্যাংকের মালিক মনে করছেন। আবার কিছু ব্যাংকার তাতে সহায়তাও করছেন। ব্যাংক পরিচালনায় পরিচালক ও ব্যবস্থাপকের ভূমিকা কী হবে, তা নির্দিষ্ট করা আছে।’
ব্যাংক ডাকাতির ঘটনা
ডাচ্-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা নয়, এখন বলা হচ্ছে প্রায় ৪ কোটি টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় আটক সাতজনকে ডাকাত বলা হলেও তাঁদের মধ্যে ছয়জন সিকিউরিটি কোম্পানির কর্মী ও একজন ডাকাতিতে ব্যবহৃত গাড়ির চালক।

ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা বন্ধ
রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিকবাজারে সাততলা ভবনে ঘটা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা। বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংকের সম্মুখভাগের কাঁচ ভেঙে গেছে। এই কারণে গুলিস্তান শাখা আপাতত বন্ধ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক।
রপ্তানি আয় বিলম্বে আনলে ডলারের চলতি বাজারমূল্য মিলবে না
ডলারের দাম বাড়তে থাকায় অনেক রপ্তানিকারক নির্দিষ্ট সময়ের পরে রপ্তানি আয় দেশে আনছেন। ডলারের বাড়তি দাম পেতেই এ সুযোগ নিচ্ছেন রপ্তানিকারকেরা। তাতে দেশে ডলারের সংকট কাটছে না। রপ্তানি আয় প্রত্যাবাসনের এই গড়িমসি রোধ করতে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, রপ্তানি আয় যখনই আসুক না কেন, তা এখন থেকে আর ডলারের চলতি বাজারমূল্যে নগদায়ন হবে না। বরং রপ্তানি আয় যখন আসার কথা, তখনকার বাজারমূল্য বিবেচনায় তা নগদায়ন হবে।
লংকাবাংলা ফাইন্যান্সের আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের করপোরেট হেড অফিস বনানীসংলগ্ন হোটেল সারিনাতে ৬ মার্চ এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’ উদ্যাপন করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্যান্য সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার।
মার্কিন ব্যাংক এসভিবি ধস নামার ঠিক আগে যে ৬ ঘটনা ঘটেছিল
ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি, মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই চালাতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক গত বছর থেকে সুদের হার বাড়িয়েই চলেছে। মাত্র কিছুদিন আগেই এই সুদহার ছিল ফেডারেল রিজার্ভের ইতিহাসে সবচেয়ে কম। সুদের হার বেড়ে গেলে সাধারণত বিনিয়োগকারীরা খুব বেশি ঝুঁকি নিতে চান না।
নগদ অর্থের সংকট, সুদের হার বেড়ে যাওয়ার পর অনেক স্টার্টআপ শেয়ারবাজার থেকে টাকা তুলতে পারেনি। ব্যক্তি খাত থেকে অর্থ নেওয়াও তাদের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। ফলে সিলিকন ভ্যালি ব্যাংকের অনেক গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে তাদের নগদ অর্থের চাহিদা পূরণ করা শুরু করে।
লোকসানে বন্ড বিক্রি, দায় মেটাতে সিলিকন ভ্যালি ব্যাংককে বুধবার বড় অঙ্কের অর্থ জোগাড় করতে হয়েছে। এই অর্থ তারা জোগাড় করেছে ২ হাজার ১০০ কোটি ডলার মূল্যের বন্ড বিক্রি করে, যেসব বন্ডের বেশির ভাগ ছিল ইউএস ট্রেজারি বন্ড। শেয়ার বিক্রির ঘোষণা,তহবিলের ঘাটতি মেটাতে এসভিবি বৃহস্পতিবার জানায় যে তারা ২২৫ কোটি ডলারের সাধারণ সম্পদ বিক্রি করবে। ওই দিন তাদের শেয়ারের দাম ৬০ শতাংশ পড়ে যায়।
শেয়ার বিক্রিতে ধস, এসভিবির অনেক গ্রাহক কিছু ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের পরামর্শে ব্যাংক থেকে টাকা তুলে নেয়। যারা এই পরামর্শ দিয়েছিল, তাদের মধ্যে ছিল পিটার থিয়েলের ফিউচার ফান্ড। এ বিষয়ে রয়টার্স তাদের একটি প্রতিবেদনে জানিয়েছিল।
রিসিভারের অধীনে এসভিবি, শুক্রবারে এসভিবি চেষ্টা করে বিকল্প পথে তহবিল সংগ্রহ করতে। এমনকি কোম্পানিটি বিক্রি করারও চেষ্টা চালায় তারা। কিন্তু দিনের শেষে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) ঘোষণা করে যে এসভিবির কার্যক্রম বন্ধ করছে এবং এটিকে রিসিভারের অধীনে দেওয়া হচ্ছে।
পূবালী ব্যাংকের সাড়ে ৫০ লাখ টাকা ‘হাওয়া’,৭ বছরেও হদিস মেলেনি
চট্টগ্রামে পূবালী ব্যাংকের গাড়ি থেকে সাত বছর আগে ‘হাওয়া’ হয়ে যাওয়া সাড়ে ৫০ লাখ টাকার এখনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় করা মামলার বিচারও শেষ হয়নি। গ্রেপ্তার হয়েছিলেন ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজন। ইতিমধ্যে তাঁরা সবাই জামিনে বেরিয়ে গেছেন। থানা-পুলিশ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করলেও টাকা হারানোর রহস্যের কূলকিনারা পাওয়া যায়নি।
ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ডাকাতি
গাড়ি থেকে ডাকাত দলের ছিনিয়ে নেওয়া ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা থেকে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হয়েছে সাত ডাকাত। টাকা বহন করা হচ্ছিল সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়িতে। ডাকাতির সময় দলের একজন নিজেকে ডিবি পরিচয় দেন।
আরও দেখুনঃ