বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থাপনা [ Management of Commercial Bank] নিয়ে আমাদের আজকের আলোচনা। ব্যবস্থাপনা একটি সার্বজনীন ধারণা। ব্যাংক ব্যবস্থাপনা বিষয়টি ব্যাংকিং খাতের জন্য বিশেষায়িত। যা লাভের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানসহ অন্য যে কোন প্রতিষ্ঠানে সফলতা অর্জনের জন্য আবশ্যকীয় পরিবার, ক্লাব, উপাসনালয় অলাভজনক বেসরকারী স্বেচছাসেবী প্রতিষ্ঠান সমূহ সরকারী সংগঠন এমনকি সামরিক বাহিনীতেও সফলতার জন্য ফলপ্রসু ব্যবস্থাপনা অত্যাবশ্যক।
পূর্ববর্তী সেকশনে প্রতীয়মান হয়েছে যে, ব্যাংক নানা প্রকারের হতে পারে। কিন্তু জন্মলগ্ন থেকে ব্যাংক ব্যবস্থায় ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংককেই বোঝানো হতো। বর্তমানে অন্যবিধ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটলেও ব্যাপকতা ও সর্বজন গ্রাহ্যতার নিরিখে এখনও বাণিজ্যিক ব্যাংকই জগতে সর্বপেক্ষা উদ্জ্জ্বল ও বড় অংশীদার। যুগে যুগে বিশেষায়িত বা উন্নয়ন ব্যাংক যে যে প্রয়োজনে উদ্ভাবিত হয়েছিল গত তিন দশক যরে বাণিজ্যিক ব্যাংকসমূহ নিজেদের স্বাভাবিক ক্রিয়াকান্ডের সাথে ক্রমবর্ধমান হারে ঐ সকল কার্যাদিও সম্পাদনে উদ্যোগী হয়েছে বলে দেখা যায়।
বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থাপনা [ Management of Commerical Bank ]
এতদ্ভিন্ন বিশেষায়িত বা উন্নয়ন ব্যাংকসমূহ যে সকল ক্রিয়াকাণ্ড সম্পাদন করে থাকে সেগুলোর সঙ্গে গতানুগতিক বাণিজ্যিক ব্যাংক কার্যক্রমের তেমন কোন পার্থক্য নাই। উদাহরণস্বরূপ বাণিজ্যিক ব্যাংক যেমন আমানত গ্রহন করে থাকে উন্নয়ন ব্যাংকও তদ্ভ্যুপ আমানত গ্রহন বিরূপ নয়, তবে এদেরকে অনেক সময় অনুদান তথা সরকারী দীর্ঘমেয়াদী ঋণ নির্ভর তহবিল সংগ্রহে নিয়োজিত থাকতে দেখা যায়। অপর পক্ষে বাণিজ্যিক ব্যাংক যেমন কার্যক্রমের মাধ্যমে সেবা বিক্রী করে বেশীর ভাগ মুনাফা অর্জন করে থাকে উন্নয়ন ব্যাংকগুলোও নিজেদের অস্তিত্বের জন্য ঋন প্রদান কাজে নিয়োজিত থাকে।
অতএব, পরিলক্ষণীয় যে, নির্দিষ্ট খাত উন্নয়নে বিশেষ ধরনের ব্যাংক প্রতিষ্ঠা করা হলেও ব্যাংকিং কার্যক্রমের নিরিখে এদের মধ্যে তেমন কোন অমিল নাই বললেই চলে। এই যুক্তিতে বর্তমান পুস্তকটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনার উপর প্রণয়ন করা হয়েছে। আশা করা যায়, বাণিজ্যিক ব্যাংকসহ অন্য সকল প্রকার ব্যবস্থাপনায় আগ্রহী ছাত্র/ছাত্রী তথা ব্যাংক কর্মকর্তাবৃন্দ পুস্তকটির বিষয়বস্তু পাঠে উপকৃত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।

ব্যাংকিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে :