[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

ঈদের ছুটিতে বিকল্প ব্যাংকিং ব্যবস্থা | সারা সপ্তাহের খবর

ঈদের ছুটিতে বিকল্প ব্যাংকিং ব্যবস্থা -খবর দিয়ে শুরু করছি ব্যাংকিং গুরুকুল এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

ঈদের ছুটিতে বিকল্প ব্যাংকিং ব্যবস্থা

 

৮ বছরের মধ্যে প্রথম আমানত কমল শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর | সারা সপ্তাহের খবর
৮ বছরের মধ্যে প্রথম আমানত কমল শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর | সারা সপ্তাহের খবর

 

আসন্ন ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকার সময় বিকল্প সব ধরনের ব্যাংকিং ব্যবস্থা সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যাতে গ্রাহকেরা অর্থ লেনদেনে কোনোরকম ভোগান্তিতে না পড়েন। এ জন্য এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা, পয়েন্ট অব সেলস (পিওএস), ইন্টারনেট ব্যাংকিং, ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

জনতা ব্যাংকের নতুন এমডি

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হচ্ছেন মো. আবদুল জব্বার। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি। এর আগে তিনি একসময় জনতা ব্যাংকেরই উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। মো. আবদুল জব্বারকে ৩ বছরের জন্য জনতা ব্যাংকের এমডি পদে নিয়োগ দিতে ব্যাংকটির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এখন ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাঁর নিয়োগ অনুমোদন করবে। 

ঈদের আগে তিন দিন ছুটির মধ্যে কিছু এলাকায় ব্যাংক খোলা

ঈদের আগে সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। এগুলো হলো ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট ব্যাংক শাখা। এসব শাখা ১৯, ২০ ও ২১ এপ্রিল খোলা রাখতে হবে।

 

google news logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ঈদের আগে নতুন টাকা মিলছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত রোববার থেকে নতুন নোট বিনিময় শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখা। ১৭ এপ্রিল পর্যন্ত নতুন নোট সংগ্রহ করা যাবে। এ সময়ে জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। এবার ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরের কয়েকটি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে। এবার ঈদ উপলক্ষে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের শাখা।

বিশ্বব্যাংক-আইএমএফের বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্বে গভর্নর

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক কাল সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শুরু হচ্ছে। ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এ বৈঠক চলবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। দলটি গত শুক্রবারই ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে।

ঋণ পরিশোধে সেপ্টেম্বর পর্যন্ত সময় পেল শ্রীলঙ্কা

বাংলাদেশ সরকারের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় পেল শ্রীলঙ্কা। চলতি বছরের মার্চের মধ্যে বাংলাদেশের ঋণ পরিশোধের কথা থাকলেও তা করতে ব্যর্থ হয় অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপ রাষ্ট্রটি।

অর্থের জন্য ব্যাংক ঋণে ঝুঁকছে সরকার

চলতি অর্থবছরের প্রথম দিকে ব্যাংক খাত থেকে ঋণ না নিয়ে উল্টো পরিশোধ করেছে সরকার। তবে গত সেপ্টেম্বর থেকে চিত্র পাল্টে গেছে। চলতি অর্থবছরের (জুলাই-মার্চ) ৯ মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে নিট ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

 

ঈদের ছুটিতে বিকল্প ব্যাংকিং ব্যবস্থা | সারা সপ্তাহের খবর

 

বাংলাদেশ ব্যাংকের সাথে প্রাইম ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক সিএমএসএমই খাতে সরকারি প্রণোদনা প্যাকেজের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধার জন্য ‘এআইআইবি অর্থায়িত কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছে।

আরও পড়ুনঃ

Leave a Comment