ব্যাংকিং গুরুকুল আপডেটে আপনাকে স্বাগত।
আজকের আলচ্য বিষয়ঃ বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ বাড়ালো , ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক, ‘পিএলসি’ যোগ করতে হবে ব্যাংক কোম্পানির নামের শেষে, পিন মেরে ব্যাংকনোটের ক্ষতি না করলে হয় না ??
ব্যাংকিং খবর সম্পৃক্ত সকল বিষয়ে সম্প্রতি ঘটনাবলির আপডেট দিতে, আমাদের আজকের আয়োজন।
বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ বাড়ালো
সেবা খাতের করা বৈদেশিক মুদ্রা দেশে আনার চান্স বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে এই খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকরা ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক কারেন্সি কান্ট্রিতে আনতে পারতো। কিন্তু বর্তমান হতে ২০ হাজার ডলার আনতে পারবেন। বুধবার (২২ ফেব্রুয়ারি, ২০২৩) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক কারেন্সি নীতি সেক্টর এ সংক্রান্ত ১টি সার্কুলার জারি করেছে।
এর প্রথমে চলমান মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনা জারি করেছিলো। এতে জানানো হয়েছিল, সেবার বিনিময়ে পাওয়া ইনকাম আনতে কাগজের ফরম পূরণ (ফরম-সি নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে। তবে নিউ নির্দেশনা অনুযায়ী, সি-ফরমে ঘোষণা ছাড়াই অধুনা হতে সেবা তের ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় স্বীকৃত বর্তমান হতে আনা যাবে বলে।
ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক
দেশের ব্যাংকের পরে এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মরত অফিসারদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার ক্যাটাগরি এ জনিত একটি সার্কুলার জারি করে রাষ্ট্রের সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের আর্থিক খাতের বিধান ও নিয়মাচার অনুশীলন রিলেটেড বিষয়ে জ্ঞান অর্জন অত্যাবশ্যক। সিনিয়র কর্মকর্তা পক্ষান্তরে সমতুল্য পদের পরের সব পদে পদোন্নতির যোগ্যতার লিস্টে থাকতে হলে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) জুনিয়র অ্যাসোসিয়েট ও ডিপ্লোমা অ্যাসোসিয়েট এই দুই পরীক্ষা পাস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি অফিসারদের আর্থিক খাত সামঞ্জস্যপূর্ণ জ্ঞান অর্জন ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ অবদান পালন করে আসছে।
নির্দেশনাটি ২০২৪ বর্ষের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

‘পিএলসি’ যোগ করতে হবে ব্যাংক কোম্পানির নামের শেষে
কোম্পানী আইন অনুযায়ী ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ শনাক্ত করার টার্গেটে ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি) যোগ করতে হবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এক পরিপত্রে জানিয়েছে, ব্যাংক সংস্থা বিধান অনুযায়ী ব্যাংক-কোম্পানির নাম ও সংঘস্মারক বদলানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি গ্রহণের আবশ্যকতা রয়েছে। কিন্তু নামের শেষে পিএলসি যোগ করার জন্য ব্যাংক কোম্পানিগুলোকে আলাদা করে কোনো অ্যাপ্লাই করার জন্য হবে না।
তবে নাম বদলানোর আনুষ্ঠানিকতা শেষ করার পর ব্যাপারটা বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে তার সাথে পরিবর্তিত নামের গেজেট প্রকাশের জন্য ব্যাংক কোম্পানিগুলোকে ব্যাংকিং প্রবিধি ও নিয়ম সেক্টরে অ্যাপ্লাই পেশ করতে হবে। নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা পিএলসি শব্দটি যোগ করার জন্য দরকারী আইনি আনুষ্ঠানিকতা সমাপ্ত করার জন্য ব্যাংক কোম্পানিগুলোকে অনুমতিও দেওয়া হয়ে গিয়েছে বাংলাদেশে ব্যাংকের ওই পরিপত্রে।
পিন মেরে ব্যাংকনোটের ক্ষতি না করলে হয় না ??
বিদেশি কাগুজে কারেন্সি হাতে নেওয়ার সুযোগ হলে আপনি নিশ্চয় করেছেন বেশির ভাগ রাষ্ট্রের নোট প্রচুর পুরোনো হলেও সেগুলো ছেঁড়া-ফাটা বা তাতে পিন মারার কোনো চিহ্ন থাকে না। তা সত্ত্বেও এখনই ওয়ালেট খুলে টাকা বের করে দেখুন, সেগুলো ছেঁড়া–ফাটা হওয়ার সম্ভাবনা বেশি তার সাথে নিশ্চিতভাবে নিউ টাকায় পিন মারার চিহ্ন খুঁজে পাবেন।
আবার টাকার বান্ডিল থেকে পিন খুলতে গিয়ে নগণ্য হলেও আঘাতগ্রস্থ হয়েছেন এইরকম অভিজ্ঞতা আছে অনেকেরই। বিষয়টি নিয়ে পুরান ঢাকার মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, পিন মারলে ধনের লস হবে এই বিষয়টিকে অধিকাংশই ইম্পোর্টেন্ট বলে মনে করেন না। ব্যাংক থেকে টাকা আনতে গেলে পিন মারা বান্ডিলই দেয়। এভাবে টাকা নিতে কিছুটা অ্যাডভান্টেজ হয় বটে। কিন্তু প্রচুর ক্ষেত্রে অটুট করে কষে বা শক্ত করে বাঁধা পিন খুলতে গিয়ে হাত কাটে। আবার টাকাও নষ্ট হয়।
আরও পড়ূনঃ