[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

ব্যাংকের সাংগঠনিক ব্যবস্থাপনা সূচি

ব্যাংকের সাংগঠনিক ব্যবস্থাপনা সূচি [ Organization Management of Bank] : প্রতিটি সফল ব্যাংকারকেই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হয়। ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের মত এটিরও মূখ্য লক্ষ্য মুনাফা অর্জনের মাধ্যমে তথ্য সম্পদ সর্বাধিকরণ। অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের থেকে ব্যাংক ব্যবসায়ের কিছু নিজস্ব আঙ্গিক রয়েছে। অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা কারখানা বা অফিসের কাছে অথবা দূরে এমনকি বিদেশেও রপ্তানী করতে পারে। কিন্তু ব্যাংক তার অফিস তথা শাখার আওতাভুক্ত এলাকার ঋণ বা অন্যান্য সেবা চাহিদা মেটানোর পরই কেবল অন্যত্র তহবিল স্থানান্তর বা সেবা সম্প্রসারণ করতে পারে। দক্ষ সেবা কেবল দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব। তবে দক্ষ ব্যবস্থাপনার জন্য চাই দক্ষ সাংগঠনিক ব্যবস্থাপনা। অর্থাৎ প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও দায়িত্ব প্রবাহ সরল ও স্পষ্ট না হলে দক্ষ ব্যবস্থাপনা প্রায় অসম্ভব।

The manager has the task of creating a true whole that is larger than the sum of its parts, a productive entity that turns out more than the sum of the resources put into it.

-Peter F. Drucker

ব্যাংকের সাংগঠনিক ব্যবস্থাপনা [ Organization Management of Bank]

 

[ সংযুক্ত পাঠগুলো  পেতে নিচের লিংকে ক্লিক করুন ]

সাংগঠনিক ব্যবস্থাপনা

 

পাইকারী ইলেকট্রনিক ব্যাংকিং [ Wholesale Electronic Banking ]

ব্যাংক ব্যবস্থাপনা সুষ্ঠু ও দক্ষ করার মানসে সুস্পষ্ট সাংগঠনিক কাঠামো প্রণয়ন আবশ্যক। পরিবর্তনশীল পরিস্থিতির সংগে খাপ খাওয়ানোর জন্য সময়ের দাবীতে এরূপ সাংগঠনিক কাঠামো পরিবর্তন, পরিবর্ধণ ও পরিমার্জনের প্রতি উদাসীন থাকা অসমীচীন। প্রগতিশীল পর্বদ চ্যালেঞ্জিং নির্বাহীসহ প্রধান কর্মকর্তাবৃন্দকে ব্যাংকের ক্রিয়াকান্ডে তাদের উত্তম অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজা প্রয়োগে উদ্বুদ্ধ করবেন। এতদভীন্ন প্রতিষ্ঠান হিসাবে ব্যাংক কর্মীবাহিনীর প্রতিটি সদস্যকে ব্যাংকের ক্রিয়াকান্ডে স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। চমৎকার সাফল্য লাভের জন্য ব্যাংকের কর্মী বাহিনীর প্রতিটি সদস্যকে ব্যাংকের সুনামকে ব্যক্তিগত স্বার্থের উধের্য অধাধিকার দিতে হবে। আর এটি সম্ভব তখনই যখন ব্যাংক কর্মীবাহিনীকে যথোপযুক্ত মর্যাদা প্রদান করে সিদ্ধান্ত গ্রহণে উৎসাহী করে এবং আপেক্ষিক উত্তম কার্য সম্পাদনের জন্য

পুরস্কৃত করে। অপরপক্ষে কর্তৃত্ব ও দায়িত্ব বন্টন, যোগাযোগ ব্যবস্থা দক্ষতাকরণ, প্রশিক্ষণের মাধ্যমে মানব সুযোগ সুবিধার মাধ্যমে কর্মী বাহিনীর অনুকূল মনোভাব ও সুষ্ঠু মনোবল বৃদ্ধিতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে ব্যাংকের উদ্দেশ্য আশানুরূপ ভাবে অর্জন সম্ভব।

 

 

সম্ভব্য প্রশ্নাবলী:

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী:

১. ব্যাংক ব্যবস্থাপনা চক্রের অংশগুলো কি কি? [What are the Components of the Bank Management Cycle ?]

২. পরিচালনা পর্বদ কি? [What is the Board of Director7]

৩. স্ব-নির্বাচিত পরিচালনা পর্ষদ কি? (What is self meant by electing Bank of Director?|

8. ব্যবসায় উন্নয়ন কমিটি বলতে কি বুঝ? [What is meant by business development commttce?

৫. ব্যাংকের কার্যনির্বাহী কমিটির কাজ কি? [What are the functions of the Executive committee of a Bank7j

৬. আমানতকারীর প্রতি পরিচালকদের দায়িত্ব কি? [What are the responsibilities of the Director to the depositors?]

৭. পরিচালকদের ক্ষমতাগুলো কি? [What are the powers of Directors?]

৮. MBO (Management by objective) বলতে কি বুঝ?

৮. [What is meant by MBO?] ব্যাংক ব্যবস্থাপনায় প্রেষণার গুরত্ব কি? [What is the importance of motivation in bank Management?]

google news logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

সংক্ষিপ্ত প্রশ্নাবলী:

১. ব্যাংক ব্যবস্থাপনা বলতে কি বুঝ? [What is meant by bank Management?

২. ব্যাংকের সংজ্ঞ [Define Bank.)

৩. ব্যাংকের সাংগঠনিক কাঠামোর গুরুত্ব লিখ [Write the importance of the organisational Structure of Bank?)

৪. পরিচালনা পর্ষদ কাকে বলে? [What is meant by the Bank’s Directors?]

৫. কি কি উপায়ে ব্যাংক পরিচালনা পর্ষদ গঠিত হয় ? [What are the way by which the bank’s Board of Director are formed?

৬. ব্যাংক পরিচালকের যোগ্যতা ও নির্বাচান বলতে কি বুঝ? [What is meant by the qualities of the election of the Bank Directors?]

৭. ব্যাংক পরিচালকের নিরাপত্তা ও ক্ষতিপূরন বলতে কি বুঝ? [What is meant by the safety and indentify of the Bank Director?]

৮. পরিচালকের দায় বলতে কি বুঝ? [What is meant by the liability of the Director’s?]

৯. কিভাবে একজন পরিচালক অবসর গ্রহণ করতে পারে? [How does a bank Director can retire?]

১০. পরিচালকদের শপথ গ্রহন বলতে কি বুঝ? [What is meant by the outh of a directors of a Bank ]

 

 

রচনামূলক প্রশ্নাবলী:

১. ব্যাংক ব্যবস্থাপনা বলতে কি বুঝ? ব্যাংক ব্যবস্থাপনার প্রক্রিয়া বিশ্লেষন কর। [What is Bank Management ? Discuss the process of Bank Management.]

২. ব্যাংক পরিচালকের ক্ষমতা বিশ্লেষন কর। [Analyse the power of Bank’s Directors/Board of Directors.]

৩. ব্যাংক পরিচালকের ব্যক্তিগত গুণাবলী বর্ণনা কর। [Discuss the personal qualities of Bank Directors.]

৪. ব্যাংক পরিচালকের কার্যাবলী সমূহ বিশ্লেষন কর। [Discuss the Functions of Bank Directors]

৫. ব্যাংক পরিচালকের স্থায়ী কমিটি সমূহ আলোচনা কর। [Discuss the standing committees of the Bank Director.]

৬. পরিচালনা পর্ষদের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক আলোচনা কর। (Discuss the relationship between Bank’s board of Director’s & Bank Management.]

 

আরও দেখুন:

Leave a Comment