বন্ধ হলো সিগনেচার ব্যাংক | সারা সপ্তাহের খবর

ব্যাংকিং গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : বন্ধ হলো সিগনেচার ব্যাংক, দুই ব্যাংক বন্ধের খবরে বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারদর পতন, ব্যাংকে দরকার আসল স্বতন্ত্র পরিচালক,  ‘ভাই-মামাতো ভাই’নয়, আবার বন্ধ হলো আরও একটি ব্যাংক, এসভিবি ব্যাংকের হাজার কর্মীর কী হবে?, পরিচালকেরা নিজেদের মালিক ভাবছেন, পাকিস্তানের সাপ্তাহিক মূল্যস্ফীতি ৪২.২৭ শতাংশ

 

বন্ধ হলো সিগনেচার ব্যাংক | সারা সপ্তাহের খবর

বন্ধ হলো সিগনেচার ব্যাংক | সারা সপ্তাহের খবর

 

বন্ধ হলো সিগনেচার ব্যাংক

তিন দিনের মধ্যে দুটি ব্যাংক বন্ধ হলো মর্কিন যুক্তরাষ্ট্রে—সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক। নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মধ্যম মানের ব্যাংকগুলো সংকটের মুখে পড়েছে। এই দুটি ব্যাংক যে হঠাৎ বন্ধ হয়ে গেল, তা মূলত এ কারণেই। বিষয়টি হচ্ছে, এই মধ্যম মানের ব্যাংকগুলোর গ্রাহকভিত্তি জেপি মর্গানের মতো মহিরুহ ব্যাংকগুলোর মতো অতটা বৈচিত্র্যপূর্ণ নয়। যেমন এসভিবি ব্যাংকের গ্রাহক ছিল মূলত স্টার্টআপ কোম্পানিগুলো।

দুই ব্যাংক বন্ধের খবরে বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারদর পতন

তিন দিনের ব্যবধানে দুটি ব্যাংকের পতন হলো যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট পর্যন্ত এ নিয়ে কড়া বার্তা দিয়ে বললেন, যাঁরা এর জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংক খাত ও সামগ্রিকভাবে অর্থনীতিকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে যা যা করণীয়, তার সবই করা হবে।

কিন্তু কিছুই যেন আপাতত হালে পানি পাচ্ছে না। সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার জেরে মঙ্গলবার বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে। গতকাল সোমবার সকালে ইউরোপের দেশ স্পেনের স্যানটানডার ও জার্মানির কমার্জ ব্যাংকের শেয়ারদর ১০ শতাংশের বেশি পড়েছে।

 

google news logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ব্যাংকে দরকার আসল স্বতন্ত্র পরিচালক,  ‘ভাই-মামাতো ভাই’নয়, 

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা ও খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোতে আরও বেশি স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা দরকার। তবে স্বতন্ত্র পরিচালককে প্রকৃতপক্ষে স্বতন্ত্র হতে হবে। ব্যাংকের নিয়ন্ত্রকদের ভাই, মামাতো ভাই অথবা প্রতিষ্ঠানের কর্মকর্তাকে স্বতন্ত্র পরিচালক মনোনয়ন দিলে কোনো লাভ হবে না।

আবার বন্ধ হলো আরও একটি ব্যাংক

সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার তিন দিনের মধ্যে বন্ধ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, গতকাল রোববার নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যাংক বন্ধের ঘটনার দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম নজির।

এসভিবি ব্যাংকের হাজার কর্মীর কী হবে?

সিলিকন ভ্যালি ব্যাংকের কর্মচারীদের ৪৫ দিন পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার একটি প্রস্তাব দিয়েছে এফডিআইসি। এ সময়ে তাঁদের পূর্বের বেতনের দেড়গুণ বেতনও দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। এ–সংশ্লিষ্ট একটি ই–মেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এসভিবির কর্মীদের কাছে পাঠানো ওই ই–মেইলে এফডিআইসি বলেছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ সিলিকন ভ্যালি ব্যাংকের সব কর্মীর একটি হালনাগাদ তালিকা তৈরি করা হবে এবং তাঁদের প্রদেয় সব ধরনের সুযোগ-সুবিধা সম্পর্কে জানানো হবে।

পরিচালকেরা নিজেদের মালিক ভাবছেন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ‘নৈতিকতা ও সুশাসন ব্যাংকিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যাংক খাতে এর কিছু ব্যত্যয় হচ্ছে। আমরা দেখেছি, কিছু ব্যাংকের পরিচালক নিজেদের ব্যাংকের মালিক মনে করছেন। আবার কিছু ব্যাংকার তাতে সহায়তাও করছেন। ব্যাংক পরিচালনায় পরিচালক ও ব্যবস্থাপকের ভূমিকা কী হবে, তা নির্দিষ্ট করা আছে।’

 

পরিচালকেরা নিজেদের মালিক ভাবছেন | সারা সপ্তাহের খবর

 

পাকিস্তানের সাপ্তাহিক মূল্যস্ফীতি ৪২.২৭ শতাংশ

পাকিস্তানের ঘাড়ে যেন মূল্যস্ফীতির জোয়াল চেপেছে, যা প্রতি সপ্তাহেই যেন আরও চেপে বসছে। ৯ মার্চ শেষ হওয়ার সপ্তাহে দেশটির মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় সেই সপ্তাহে পাকিস্তানের মূল্যস্ফীতির হার হয়েছে ৪২ দশমিক ২৭।

আরও দেখুনঃ

Leave a Comment