আজকের আলোচনার বিষয়ঃ আসছে ১ হাজার টাকার নতুন নোট
ব্যাংকিং গুরুকুলে আপনাকে স্বাগত
ব্যাংক সম্পৃক্ত সকল বিষয়ে সম্প্রতি ঘটনাবলির আপডেট দিতে, আমাদের আজকের আয়োজন।
এই সপ্তাহের প্রধান খবরঃ
- ডিএসইতে সর্বনিম্ন লেনদেন
- নোট ছাপাতে খরচ ৪০০ কোটি টাকা
- নাম পরিবর্তন সোনালী ব্যাংকের
- ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ১৫৬ কোটি ডলার
- আসছে ১ হাজার টাকার নতুন নোট
- ১৮ হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণ
- রপ্তানির অর্থে ডলারের দাম বাড়ল ১ টাকা
- এলসি খুলছে না ব্যাংক, রোজায় লোডশেডিংয়ের শঙ্কা
- বিমা পণ্য আনছে ব্যাংকও
- প্রবাসী আয় কমে গেছে ২০ শতাংশ

আসছে ১ হাজার টাকার নতুন নোট
ডিএসইতে সর্বনিম্ন লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এবার আড়াই শ কোটিতে নেমেছে। বুধবার ২২ ফেব্রুয়ারি ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৫৮ কোটি টাকা, যা গত প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত ৩ জানুয়ারি ডিএসইতে ১৯৯ কোটি টাকার সর্বনিম্ন লেনদেন হয়েছিল। এদিকে গত সোমবারের তুলনায় আজ ডিএসইতে লেনদেন ৬৯ কোটি টাকা কমলেও সূচকে বড় ধরনের প্রভাব পড়েনি।
নোট ছাপাতে খরচ ৪০০ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা বিভিন্ন মূল্যমানের নোট ছাপাতে বছরে গড়ে খরচ হচ্ছে ৪০০ কোটি টাকা। কোনো কোনো বছর এ খাতে খরচ ৫০০ কোটি টাকার কাছাকাছি চলে যাচ্ছে। নোট পরিবহণ, ব্যবস্থাপনা, অপ্রচলনযোগ্য নোট পুড়িয়ে ফেলার ক্ষেত্রে রয়েছে আরও খরচ। নোট ছাপার বিভিন্ন উপকরণ কাগজ, কালি, নিরাপত্তা বৈশিষ্ট্যসহ অন্যান্য সামগ্রীর দাম বাড়ায় নোট ছাপানোর খরচও বেড়েছে।
নাম পরিবর্তন সোনালী ব্যাংকের
সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে ‘সোনালী ব্যাংক পিএলসি’। সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। ফলে এখন থেকে সোনালী ব্যাংক পিএলসি নতুন নামে কার্যক্রম শুরু করবে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে।
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ১৫৬ কোটি ডলার
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১৬ হাজার ৭০ কোটি টাকা। গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল ১৪৯ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। এ বছর জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ কমলেও চলতি অর্থবছরের প্রথম আট মাসে আগের বছরের একই সময়ের তুলনায় দেশে রেমিট্যান্স বেশি এসেছে।
আসছে ১ হাজার টাকার নতুন নোট
বাজারে আসছে ১০০০ টাকার নতুন ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরিত এই নতুন নোট বাজারে ছাড়ার কথা গতকাল বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে।
১৮ হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণ
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো সাত মাসে কৃষিঋণ বিতরণের বার্ষিক লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ বিতরণ করতে পেরেছে। চলতি ২০২২-২০২৩ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। এরমধ্যে সাত মাসে ব্যাংকগুলো বিতরণ করেছে ১৮ হাজার ৬৮৪ টাকা।
রপ্তানির অর্থে ডলারের দাম বাড়ল ১ টাকা
রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম আবারও বাড়ানো হয়েছে। এখন থেকে রপ্তানিকারকেরা রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাবেন ১০৪ টাকা। নতুন এ সিদ্ধান্ত ০১ মার্চ বুধবার থেকে কার্যকর করা হয়েছে।
এলসি খুলছে না ব্যাংক, রোজায় লোডশেডিংয়ের শঙ্কা
বৈদেশিক মুদ্রা ডলার সংকটের কারণে জ্বালানি তেল আমদানির জন্য প্রয়োজনীয় এলসি (ঋণপত্র) খুলছে না ব্যাংক। ফলে তেলের অভাবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এমন পরিস্থিতি চলমান থাকলে আগামীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। আসছে পবিত্র রমজান মাসকে লোডশেডিং মুক্ত রাখতে হলে জ্বালানি তেল আমদানির জন্য জরুরি ডলার সহায়তা দরকার। তা না হলে লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে।

বিমা পণ্য আনছে ব্যাংকও
ব্যাংকও বিমা পণ্য বিক্রি করবে—এমন চর্চাও প্রায় সারা বিশ্বেই চালু আছে অনেক আগে থেকেই। ব্যবস্থাটির নাম ‘ব্যাংকাস্যুরেন্স’। ব্যতিক্রম শুধু বাংলাদেশে। এখানে বিষয়টি নিয়ে আলোচনা করতে করতেই কেটে গেছে বছর দশেক। অবশেষে এ-সংক্রান্ত একটা কাঠামো দাঁড় করানো হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি আছে।
প্রবাসী আয় কমে গেছে ২০ শতাংশ
ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এরপরও ব্যাংকের মাধ্যমে আশানুরূপ হারে তা আসছে না। জানুয়ারিতে প্রবাসী আয়ে কিছুটা গতি এলেও, ফেব্রুয়ারিতে আবার প্রবাসী আয় প্রত্যাবাসনের ধারা কমে গেছে। ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। এই আয় জানুয়ারির তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ কম। জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯৬ কোটি ডলার। ২০২১ সালের ফেব্রুয়ারির চেয়ে গত ফেব্রুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে ৬ কোটি ৬৮ লাখ ডলার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলারের প্রবাসী আয়।
আরও দেখুনঃ