আমরা

আমরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের ব্যাংকিং গুরুকুল। এই ওয়েবসাইট এবং এই সম্পৃক্ত ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেল মিলেয়ে আমরা ব্যাংকিং বিষয়ক পাঠ, সংবাদ ও বিভিন্ন আর্টিকেল প্রকাশ করে থাকি। যারা ব্যাংকিং নিয়ে লেখাপড়া করেন, তাদের এই আয়োজন কাজে লাগবে। পাশাপাশি কাজে লাগবে ব্যাংকিং খাতে চাকুরীজীবীদের। উপকারে আসবে ব্যাংকিং খাতের ভোক্তাদেরও।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলেও এর ব্যাংকিং ব্যবস্থা কিছুটা দুর্বল। বিশেষ করে রাষ্ট্রয়াত্ত ব্যাংকগুলো বছরের পর বছর লোকসান গুনছে, দিতে পারছে না কাঙ্ক্ষিত গ্রাহক সেবা এবং বেড়ে চলছে খেলাপি ঋণের পরিমান। অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলো অন্যান্য উন্নত দেশের ব্যাংকিং কাঠামো অনুসরণ করতে চাইলেও বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কিছু অনভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে প্রভাবিত নীতিনির্ধারকদের জন্য তা বাস্তবায়িত হচ্ছে না। যার ফলে ক্ষমতাবান রাজনৈতিক এবং অপরাধীরা দুর্নীতি ও অর্থ-পাচারের মত কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করছে আর অন্যদিকে সাধারণ জনগণ ও বিদেশে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক লেনদেন এবং গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে।

বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে ৬১টি তালিকাভুক্ত ও ৫ টি অ-তালিকাভুক্ত ব্যাংক নিয়ে এদেশের ব্যাংক ব্যবস্থার পরিচালিত হচ্ছে। তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে রয়েছে ৬টি রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক, ৪২টি ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং ৯টি বিদেশি ব্যাংক।

 

বিনীত,

সম্পাদক, ব্যাংকিং গুরকুুল।

গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক।

[ আমরা ]

আমরা - Banking, Money [ Free Image from https://pixabay.com ]

আরও দেখুন: