Site icon Banking Gurukul [ ব্যাংকিং গুরুকুল ] GOLN

যোগাযোগ

BankingGOLN.com, Logo - 512x512

আমাদের সাথে নিচের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের কাজের বিষয়ে আপনার কোন মতামত থাকলে আমাদের নির্দ্বিধায় জানাতে পারেন। আমরা যতখানি দ্রুত সম্ভব সমাধান করতে চেষ্টা করবো।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলেও আমাদের ব্যাংকিং অনেক দিক থেকে বিশেষ ভাবে উল্লেখ করার মতো কিছু আর্জন করেছে। তবে রাষ্ট্রয়াত্ত ব্যাংকগুলো বছরের পর বছর লোকসান, কাঙ্ক্ষিত গ্রাহক সেবা না থাকা, খেলাপি ঋণের পরিমান বাড়া, এগুলোও অস্বীকার করা যায় না।

বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে ৬১টি তালিকাভুক্ত ও ৫ টি অ-তালিকাভুক্ত ব্যাংক নিয়ে এদেশের ব্যাংক ব্যবস্থার পরিচালিত হচ্ছে। তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে রয়েছে ৬টি রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক, ৪২টি ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং ৯টি বিদেশি ব্যাংক।

 

যোগাযোগের বিস্তারিত

ওয়েবসাইট: https://bankinggoln.com
প্রকাশক: ব্যাংকিং গুরুকুল, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক (GOLN)
ঠিকানা: ৮৬ নিউ এসকাটন, ঢাকা – ১০০০

ইমেইল যোগাযোগ:

Exit mobile version