সাফল্য ভিত্তিক ব্যাংকের শ্রেণী করণ

সাফল্য ভিত্তিক ব্যাংকের শ্রেণী করণ [ Performance Based Classification of Bank ] নিয়ে আজকের আলোচনা। সফলতার ভিত্তিতে ব্যাংককে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। অধিকতর সফল ব্যাংককে A Category প্রথম শ্রেণীর ব্যাংক। মধ্যম মানের ব্যাংককে B Category বা মধ্যম শ্রেণীর ব্যাংক এবং তুলনামূলক কম সাফল্য বা কম লাভজনক ব্যাংককে C Category বা নিম্ন শ্রেণীর ব্যাংক বলা যায়।

সাফল্য ভিত্তিক ব্যাংকের শ্রেণী করণ [ Performance Based Classification of Bank ]

সাফল্য ভিত্তিক ব্যাংকের শ্রেণী করণ [ Performance Based Classification of Bank ]

যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরণের ব্যাংক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একইয়াপভাবে ব্যাংক শ্রেণীকরণের রীতি অবলম্বন কে থাকে। এটাকে সে দেশে Uniform Interagency Bank Rating System বলে থাকে। এরীতি মোতাবেক CAMEL পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। CAMEL পদ্ধতির প্রত্যেকটি উপাদানের ভিত্তিতে আলাদাভাবে ব্যাংকগুলোকে মূল্যায়ন করে শ্রেণীকরণ করা যায়। আবার এ রীতির মাধ্যমে পাঁচটি উপাদান সমন্বয়ে এটি ভিত্তিক শ্রেণীকরণ করাও সম্ভব। যুক্তরাষ্ট্রের ব্যাংক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ উল্লেখিত উভয়ভাবে ব্যাংকগুলোকে কার্য সাফল্য ভিত্তিক শ্রেণীকরণ করে থাকে। CAMEL রীতির প্রত্যেকটি উপাদান নিম্নরুপ

C – Capital Adequacy পুঁজির পর্যাপ্ততা
A – Asser Quality সম্পত্তির গুণগত মান।
M – Management Quality ব্যবস্থাপনার দক্ষতার মান
E – Earnings উপার্জন
L – Liquidity-তারল্য

উল্লেখিত প্রত্যেকটি উপাদানকে পৃথকভাবে অথবা সমন্বিত ভাবে পাঁচটি স্তরে মূল্যায়িত করা হয়ে থাকে।

১। চমৎকার – Excellent

২। সন্তোষজনক – Satisfactory

৩। মোটামুটি – Fair

৪। প্রান্তিক – Marginal

৫। অসন্তোষজনক – Unsatisfactory

CAMEL অবলম্বন করে সাফল্যভিত্তিক ব্যাংকের শ্রেণীকরণের মাপকাঠি নিম্নে দেখা যেতে পারে।

সাফল্য ভিত্তিক ব্যাংকের শ্রেণী করণ [ Performance Based Classification of Bank ]

সাফল্যের পুষ্টি কোণ

পুঁজির পর্যাপ্ততা

সম্পত্তির গুণগত মান

ব্যবস্থাপনা দক্ষতার মান

উপার্জন

তারল্যতা

সাফল্য মূল্যায়ন স্তর

স্তর ১- চমৎকার

স্তর-২ সন্তোসজনক

স্তর- ৩ মোটামুটি

স্তর- ৪ প্রান্তিক

স্তর- ৫ অসন্তোষজনক

 

আর্থিক অবস্থা

প্রতিটি দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন স্তর

সমন্বিত মূল্যায়ন স্তর

 

সমন্বিত মূল্যায়নস্তর

সমন্বিত মূল্যায়নস্তরন নং-১ আর্থিক সবলতা

সমন্বিত মূল্যায়ন স্তর নং : ২ মৌলিকভাবে উত্তম।ন্যূনতম দুর্বলতা;

সমন্বিত মূল্যায়ন স্তর নং ৩ সঙ্গতিপূর্ণ আর্থিক অবস্থা যথেষ্ট তীব্র দূর্বলতা

সমন্বিত মূল্যায়ন স্তর নং ৪ আর্থিক দুরবস্থা/ পদক্ষেপ প্রতিকার প্রয়োজন।

সমন্বিত মূল্যায়নস্তর নং-৫ দেউলিয়া হওয়ার সমূহ সম্ভাবনা।

 

আরও পড়ুনঃ

Leave a Comment