একক ব্যাংক বা ব্যাংকিং বা “১ম অধ্যায় (chapter 1)” আজকের ক্লাসের আলোচ্য বিষয়। “একক ব্যাংক বা ব্যাংকিং [ Single Bank or Banking ]” ক্লাসটি এইচএসসি’র ব্যাংকিং ও বিমা (HSC Banking and Insurance) এর সিলেবাসের অংশ। যা এইচএসসি’র ব্যাংকিং ও বিমা (HSC Banking and Insurance) বা একাদশ-দ্বাদশ শ্রেণীর ব্যাংকিং ও বিমা ২য় পত্র (Class 11-12 Banking and Insurance 2nd Paper)” এর “১ম অধ্যায় (chapter 1)” এ পড়ানো হয়।
Table of Contents
একক ব্যাংক বা ব্যাংকিং
একটি মাত্র অফিসের মাধ্যমে যে ব্যাংক তার কাজ পরিচালনা করে থাকে তাকে একক ব্যাংক বলে। এ ধরনের ব্যাংকের কার্যক্রম একটি নিদিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। এ ধরনের ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালক নিয়ন্ত্রিত হয়। একক ব্যাংক একটি নিদিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে বিধায় এটিকে স্থানীয় ব্যাংক বলা হয়। কবে ঐ এলাকার বাহিরে অর্থ আদান-প্রদান করতে হলে অন্য কোনো ব্যাংকের সহযোগিতা নিতে হয়। কার্যক্ষেত্র সীমিত ও কাজের পরিমান কম হওয়ায় এরূপ ব্যাংকিংকে Micro Banking System বলা হয়ে থাকে।

একক ব্যাংক -এর বৈশিষ্ট্য ( Features of Unit Banking)
1. গঠন (Formation): শাখা ব্যাংকের তুলনায় একক ব্যাংক গঠন করা অনেক সহজ। কোনো ছোট এলাকায় একটি মাত্র অফিসের মাধ্যমে এটি পরিচালনা করা হয়।
2. মালিকানা ( Ownership) : অধিকাংশ ক্ষেত্রে এর মালিক মাত্র একজন ব্যাক্তি হয়ে থাকে। তবে একাধিক ব্যাক্তি মালিক হতে পারে।
3. শাখা ( Branch) : এ ব্যাংকের কোনো শাখা থাকে না। একটি মাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে নিদিষ্ট এলাকার মধ্যে ব্যবসায় পরিচালনা করে।
4. মূলধন ( Capital ) : এ ব্যাংকের নিদিষ্ট মূলধন রয়েছে। একক ব্যাংক অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান বলে এর খুব বেশি মূলধন প্রয়োজন হয় না।
5. নিয়ন্ত্রণ ( Control ) : এ ব্যাংকের কার্যাবলি এককভাবে নিয়ন্ত্রিত হয়।
6. কাজের স্বাধীনতা ( Freedom of Work): একক ব্যাংক নিজ এলাকায় স্বাধীনভাবে ব্যাংকিং কাজ পরিচালনা করতে পারে।
7. ব্যবস্থাপনা ( Management ) : এ ব্যাংকের ব্যবস্থাপনা দক্ষ ও সুষ্ঠু হয়। কারন অধিকাংশ সিদ্ধান্ত ব্যাংকের মালিক একক ভাবে গ্রহন করে।
8. জনগণের আস্থা ( Public Confidence) : স্থানীয়ভাবে গঠিত এ পরিচালিত হয় বলে এটি সহজে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়।

একক ব্যাংক -এর সুবিধা ( Advantage of Unit Banking) :
একক ব্যাংক- এর অসুবিধা ( Disadvantage of Unit Banking) :
একক ব্যাংক বা ব্যাংকিং নিয়ে বিস্তারিত :
আরও দেখুন: