[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি

কর্মসংস্থান ব্যাংক দেশের বেকার ও অর্ধবেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য জামানত ছাড়াই ২০ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। এই ঋণ ‘বঙ্গবন্ধু যুব ঋণ নীতিমালা’ অনুযায়ী ৮ শতাংশ সরল সুদে পাঁচ বছর মেয়াদের জন্য প্রদান করা হয়। ঋণ পেতে হলে আবেদনকারীকে সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণগ্রহণের শর্ত পূরণ করতে হবে।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত কর্মসংস্থান ব্যাংক একটি রাষ্ট্রীয় মালিকানাধীন অ-তফসিলী ব্যাংক, যার প্রধান উদ্দেশ্য হলো বেকার যুব সমাজকে ক্ষুদ্র শিল্প ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সহায়তা করা। দেশের বেকার যুব শক্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই ব্যাংক কাজ করে যাচ্ছে।

কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি

ঋণ বিতরণের অগ্রগতি

গত কিছু বছরে কর্মসংস্থান ব্যাংক উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রায় ৫৬৮ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, যা পেয়েছেন প্রায় ৩৭ হাজার ৭০০ জন ঋণগ্রহীতা। প্রতি ব্যক্তির গড়ে ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ টাকা। মুজিব বর্ষে ২ লাখ জনকে ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

ঋণ গ্রহণের শর্তাবলী

  • শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন পঞ্চম শ্রেণি পাস।

  • বয়সসীমা: সাধারণত ১৮ থেকে ৩৫ বছর, বিশেষ ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

  • অবস্থা: বেকার বা অর্ধবেকার হতে হবে।

  • প্রশিক্ষণ: যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, বিডা, এসডিএফ ও অন্যান্য সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ থাকতে হবে।

  • ঋণ খেলাপি: খেলাপি ব্যক্তি ঋণ পেতে পারবেন না।

  • ঋণের পুনরায় গ্রহণ: একই গ্রাহক বা গ্রুপ একাধিক প্রকল্পে ঋণ গ্রহণ করতে পারবেন না।

জামিনদার সম্পর্কিত শর্তাবলী

জামিনদার হতে পারবেন প্রকল্প এলাকার স্থায়ী বাসিন্দা এবং যাঁর বাড়ি, জমি বা সম্পত্তি রয়েছে এবং ঋণ পরিশোধের সক্ষমতা আছে এমন ব্যক্তি। আবেদনকারীর পরিবারের সদস্য বা তৃতীয় পক্ষ জামিনদার হতে পারেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরাও জামিনদার হতে পারবেন।

ব্যাংকের কাঠামো ও কার্যক্রম

কর্মসংস্থান ব্যাংকের ৩৩টি আঞ্চলিক কার্যালয় এবং ২৪টি শাখা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু যুব ঋণ কর্মসূচি’ বাস্তবায়নের জন্য ৭০০ কোটি টাকার ঋণ সুবিধা পাওয়া গেছে, যার মধ্যে ৩৫০ কোটি টাকা ব্যাংক ইতিমধ্যেই পেয়েছে এবং বাকি টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম জানান, এই ঋণ কর্মসূচির মাধ্যমে দেশের বেকার যুবকদের অর্থনৈতিক স্বাবলম্বী করে তুলতে তারা নিরলসভাবে কাজ করছে।

 

কর্মসংস্থান ব্যাংকের সকল কর্মসূচী:

ক্রমিককর্মসূচীর নামবিবরণ
(ক)নিজস্ব কর্মসূচীদেশের বেকার বিশেষ করে শিক্ষিত বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ঋণ সহায়তা প্রদান।
(খ)ক্ষুদ্র ব্যবসা ঋণ কর্মসূচী (SECP)দেশের বেকার বিশেষ করে শিক্ষিত বেকার যুবদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসা ঋণ কর্মসূচী (Small Enterprise Credit Program)।
(গ)বিদেশে কর্মসংস্থান ঋণ কর্মসূচীবিদেশে গমনেচ্ছুকদেরকে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে বিদেশ গমনে সহায়তা প্রদান।
(ঘ)সরকারের বিশেষ কর্মসূচী() কৃষিভিত্তিক শিল্প স্থাপনে ঋণ সহায়তা কর্মসূচী:
– কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটানো;
– গ্রামীণ পর্যায়ে শিল্প বিকাশের সুযোগ সৃষ্টি করা;
– জিডিপিতে কৃষিভিত্তিক শিল্পের অবদান বৃদ্ধি করা;
– কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।() শিল্প কারখানা/প্রতিষ্ঠানের স্বেচ্ছাঅবসরপ্রাপ্ত/কর্মচ্যুত শ্রমিক/কর্মচারীদের কর্মসংস্থানে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচী:
শিল্প কারখানার স্বেচ্ছা-অবসরপ্রাপ্ত/কর্মচ্যুত শ্রমিক ও কর্মচারীদের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থানের উপযোগী গড়ে তোলা।() বাঝুঁকানিশিনিবাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসনকল্পে ঋণ প্রদান কর্মসূচী (EHCLB):
ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসনকল্পে শিশু শ্রমিকের পিতা-মাতাদের আত্মকর্মসংস্থানে (জামানতবিহীন) ক্ষুদ্র ঋণ প্রদান।() বাংলাদেশ ব্যাংক মৎস্য প্রাণিসম্পদ ঋণ সহায়তা কর্মসূচী (বিবিমপ্রাস):
– প্রাণীজ আমিষ বৃদ্ধির মাধ্যমে দৈহিক ও মেধার বিকাশ সাধন;
– কর্মসংস্থান সৃষ্টি করা;
– জিডিপিতে মৎস্য ও প্রাণিসম্পদের অবদান বৃদ্ধি করা।() বাংলাদেশ ব্যাংক ‘‘দুগ্ধ উৎপাদন কৃত্রিম প্রজনন খাতে পুনঃঅর্থায়ন স্কীম’’ (বিবিকৃপ):
– কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়নপূর্বক দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা;
– কৃত্রিম প্রজনন সেবা সম্প্রসারণের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি;
– দুগ্ধ উৎপাদনের মাধ্যমে জিডিপিতে অবদান বৃদ্ধি করা।
(ঙ)কনজুমারস ক্রেডিট স্কীম/ব্যক্তিগত (পারসোনাল) ঋণব্যাংকে কর্মরত স্থায়ী কর্মকর্তা/কর্মচারীদের নিত্য ব্যবহার্য ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ঋণ প্রদান।
(চ)কম্পিউটার/ল্যাপটপ ক্রয় ঋণব্যাংকে কর্মরত স্থায়ী কর্মকর্তা/কর্মচারীদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির জন্য কম্পিউটার/ল্যাপটপ ক্রয়ে ঋণ প্রদান।
(ছ)গৃহ নির্মাণ ঋণব্যাংকে কর্মরত স্থায়ী কর্মকর্তা/কর্মচারীদের আবাসন সুবিধা সৃষ্টির জন্য স্বল্প সুদে ঋণ প্রদান।
(জ)মোটর সাইকেল ঋণব্যাংকে কর্মরত স্থায়ী কর্মকর্তা/কর্মচারীদের পরিবহন/যোগাযোগ সুবিধার জন্য স্বল্প সুদে ঋণ প্রদান।

 

কর্মসংস্থান ব্যাংকের সকল ঋণ খাত:

১) মৎস্য সম্পদ

  • কার্প জাতীয় মাছ চাষ
  • পাংগাস
  • চিংড়ি
  • মনোসেক্স তেলাপিয়া
  • থাই কৈ
  • মিশ্র মৎস্য চাষ
  • রেণু পোনা উৎপাদন (পুকুরে)

 

২) প্রাণিসম্পদ

  • দুগ্ধ খামার
  • গরু মোটাতাজাকরণ
  • ছাগল, ভেড়া, মহিষ পালন
  • ব্রয়লার/ককরেল মুরগীর খামার
  • লেয়ার মুরগীর খামার
  • কোয়েল/টার্কির খামার

 

৩) যানবাহন ও পরিবহন সেবা

টিভিসিএস টু-হুইলার এবং থ্রি হুইলার ব্যবহারের মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহন সেবা প্রকল্পে ঋণ প্রদান।
উদ্দেশ্যসমূহ:

  • লাইসেন্সপ্রাপ্ত ও শিক্ষানবিশ ড্রাইভার ও উদ্যোক্তাদের স্বনির্ভরতা বৃদ্ধি
  • পণ্য সরবরাহ ও যাত্রী পরিবহন সহজীকরণ
  • যাত্রীসেবার মান উন্নয়ন
  • জেলা, উপজেলা ও গ্রামীণ অঞ্চলে উন্নত পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা
  • দক্ষ জনশক্তি দ্বারা সড়ক দুর্ঘটনা হ্রাস
  • বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন

কর্মসংস্থান ব্যাংক এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক অনুসারে ঋণ প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

৪) শিল্প-কারখানা

নিম্নলিখিত শিল্প ও কারখানায় ঋণ সুবিধা প্রদান করা হয়:

শিল্পের ধরণবিবরণ
মৎস্য হ্যাচারীমাছের পোনা উৎপাদন
পোল্ট্রি হ্যাচারীমুরগি পালন ও পোনা উৎপাদন
কৃষি যন্ত্রপাতি কারখানাকৃষির যন্ত্রপাতি তৈরির কাজ
প্রাণি খাদ্য কারখানাপশু খাদ্য উৎপাদন
মৎস্য খাদ্য কারখানামাছের খাদ্য উৎপাদন
চিড়া/মুড়ি কল/শিল্পখাদ্য প্রক্রিয়াজাতকরণ
ধানের চাতাল/রাইস মিলধান শুকানো ও ভাঙার কারখানা
বেকারী শিল্পরুটি ও মিষ্টান্ন তৈরি
অয়েল মিলতেল প্রস্তুতকরণ
সেমিলময়দা ও অন্যান্য শস্য প্রক্রিয়া
ফলজাত খাদ্য শিল্পজ্যাম, জেলি, জুস, আচার, শরবত, সিরাপ, সস উৎপাদন
সুষম সার প্রস্তুতকরণসার উৎপাদন
আটা/ময়দা/সুজি প্রস্তুতকরণখাদ্যশস্য প্রক্রিয়াজাতকরণ
ডিজাইন ও ফ্যাশনওয়্যারপোশাক ও আনুষাঙ্গিক তৈরি
স্টার্চ, গ্লুকোজ, ডেক্সট্রোজরাসায়নিক ও খাদ্য উপকরণ
আইসক্রিম ফ্যাক্টরীআইসক্রিম উৎপাদন
গুঁড়া মসলা উৎপাদনকারী শিল্পমসলা প্রস্তুতকরণ
সুগন্ধি চাল উৎপাদনসুগন্ধি চাল প্রক্রিয়াজাতকরণ
ডাল প্রক্রিয়াজাতকরণডাল ফাটা ও প্রক্রিয়াজাতকরণ
নারিকেল তেল উৎপাদননারিকেল থেকে তেল সংগ্রহ
বীজ প্রক্রিয়াজাতকরণবীজ প্রস্তুতকরণ
রাবার প্রক্রিয়া-জাতকরণরাবার প্রক্রিয়াজাতকরণ
চামড়া শিল্পচামড়া প্রক্রিয়াজাতকরণ

 

৫) ক্ষুদ্র ও কুটির শিল্প

শিল্পের নামবিবরণ
মৃৎশিল্পমাটি দিয়ে বিভিন্ন পণ্য তৈরির কাজ
কামারের কাজলোহা ও ধাতু দিয়ে শিল্পকর্ম
ব্লক-বাটিক/প্রিন্টিংবস্ত্রের উপর ডিজাইন তৈরি ও মুদ্রণ
গ্রামীণ স্যানিটারী ল্যাট্রিনপাকা ও আধা-পাকা টয়লেট নির্মাণ
তাঁত শিল্পহস্তচালিত বস্ত্র উৎপাদন
কাঠ/স্টীল আসবাবপত্র তৈরিআসবাবপত্র তৈরির কারখানা
রেশম বস্ত্র উৎপাদনকারী শিল্পসিল্ক (রেশম) থেকে কাপড় তৈরি
কৃষি যন্ত্রপাতি তৈরিছোটখাট কৃষি যন্ত্রপাতি নির্মাণ
মোমবাতি, আগরবাতি, গোলাপজলমোমবাতি ও পারফিউম তৈরির কারখানা
দাঁতের মাজন, কয়েল তৈরিপারিবারিক স্বাস্থ্য ও সৌন্দর্য সামগ্রী
বাঁশ ও বেত শিল্পবাঁশ থেকে বিভিন্ন সামগ্রী উৎপাদন
যন্ত্রাংশ তৈরির কারখানাক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি
ক্ষুদ্র প্রিন্টিং ও সাইনবোর্ডছোট আকারের প্রিন্টিং ও সাইনবোর্ড তৈরি
চামড়াজাত শিল্পচামড়া থেকে বিভিন্ন সামগ্রী প্রস্তুতকরণ
শুটকি মাছ প্রক্রিয়াকরণশুকানো মাছ প্রক্রিয়াজাতকরণ
আইসক্রিম/বরফকলক্ষুদ্র আইসক্রিম ও বরফকল কারখানা

 

৬) অন্যান্য উৎপাদনশীল প্রকল্প

  • মাশরুম চাষ
  • সবজি চাষ
  • সেরিকালচার (রেশম চাষ)
  • ফল চাষ
  • মৌমাছি চাষ
  • নকশীকাঁথা তৈরি
  • পান বরজ
  • নার্সারী
  • ফুল চাষ

 

৭) সেবা খাত

  • সেলুন/লন্ড্রি
  • বিউটি পার্লার ও হারবাল ট্রিটমেন্ট
  • পাওয়ার টিলার
  • কম্পিউটার সেবা
  • ফটোকপি সেবা
  • টিভি, ভিসিআর, বৈদ্যুতিক সরঞ্জামাদি ও মোবাইল ফোন মেরামত
  • গ্রামীণ যানবাহন সেবা
  • সেলাই মেশিন
  • লাইট ইঞ্জিনিয়ারিং ও গাড়ি মেরামত ওয়ার্কশপ
  • ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও দন্ত চিকিৎসা
  • স্টুডিও
  • শিক্ষা সেবা (কোচিং সেন্টার, কিন্ডারগার্টেন)
  • ক্যাবল অপারেটরস
  • জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ
  • কমিউনিটি সেন্টার
  • বিনোদন পার্ক
  • আবাসিক হোটেল ও পর্যটন কটেজ
  • সোলার পাওয়ার
  • সাইবার ক্যাফে

 

৮) বাণিজ্যিক খাত

বাণিজ্যিক ক্ষেত্রবিবরণ
মুদি/মনোহারি দোকানছোটখাট বাজারজাত খাদ্যদ্রব্য বিক্রয়
ডিপার্টমেন্টাল স্টোরবড় ধরনের বহুতল দোকান
কাপড় ব্যবসা ও তৈরি পোশাকবস্ত্র বিক্রয় ও পোশাক উৎপাদন
প্রাণি খাদ্য ও মৎস্য খাদ্য বিক্রয়পশু খাদ্য ও মাছের খাদ্য বিক্রয়
ধান, চাল ও কৃষি পণ্যের ক্রয়-বিক্রয়কৃষি পণ্য কেনাবেচা
সার, বীজ ও কীটনাশক ব্যবসাকৃষি উপকরণ বিক্রয়
পার্টসের দোকানযানবাহনের যন্ত্রাংশ বিক্রয়
ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সামগ্রীবৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য বিক্রয়
ঔষধ ব্যবসাচিকিৎসা সামগ্রী বিক্রয়
শুটকী মাছ ব্যবসাশুকানো মাছ বিক্রয়
পাথর, বালি ক্রয়-বিক্রয় ব্যবসানির্মাণ উপকরণ বিক্রয়
পুরাতন লোহালক্কর (স্ক্রেপ) ব্যবসাস্ক্রেপ ও ভাঙ্গারী ধাতু ব্যবসা
জুতার ব্যবসাপাদুকা বিক্রয়
ক্রোকারিজ সামগ্রী বিক্রয়ভোজ্য পাত্র, বাসনপত্র বিক্রয়
হার্ডওয়ার ব্যবসাগৃহস্থালী ও নির্মাণ সামগ্রী বিক্রয়
হোটেল/রেস্টুরেন্ট ব্যবসাখাদ্য ও পানীয় ব্যবসা
আসবাবপত্র বিক্রয়গৃহস্থালী ও অফিস আসবাবপত্র বিক্রয়
অন্যান্য ক্ষুদ্র ব্যবসাবিভিন্ন ছোট ও মাঝারি ব্যবসা

 

 

 

 

google news logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ পাওয়ার যোগ্যতা:

কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য উদ্যোক্তাদের অবশ্যই নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:

শর্তসমূহবিস্তারিত বিবরণ
(ক) নাগরিকত্বউদ্যোক্তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
(খ) স্থায়ী বসবাসশাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। নাহলে শাখার অধিক্ষেত্রের একজন স্থায়ী বাসিন্দাকে ঋণের গ্যারান্টার হতে হবে।
(গ) কর্মসংস্থানের অবস্থাবেকার বা অর্ধবেকার হতে হবে।
(ঘ) বয়সসীমাসাধারণত ১৮ থেকে ৪৫ বছর বয়সসীমা। তবে পুরাতন ঋণগ্রহীতাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
(ঙ) ইকুইটি বহনের ক্ষমতাপ্রযোজ্য ক্ষেত্রে উদ্যোক্তাকে নিজস্ব অর্থায়নের সক্ষমতা থাকতে হবে।
(চ) প্রশিক্ষণ ও অভিজ্ঞতাপ্রকল্প পরিচালনার বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হবে।
(ছ) ঋণ পরিশোধ ক্ষমতাঋণ ব্যবহারের যোগ্যতা, ঋণ পরিশোধের সক্ষমতা এবং আর্থিক আচরণে সুনামের অধিকারী হতে হবে।
(জ) ঋণখেলাপির অবস্থাঅন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও অথবা বেসরকারি প্রতিষ্ঠানের ঋণখেলাপী হলে ঋণ পাবেন না।
(ঝ) নীতিমালা পালনকর্মসংস্থান ব্যাংকের ঋণ নীতিমালার অন্যান্য শর্তাবলী মেনে চলতে সক্ষম হতে হবে।

 

কর্মসংস্থান ব্যাংকের বিভিন্ন কর্মসূচীর সুদহার নিম্নরূপ:

কর্মসংস্থান ব্যাংক বিভিন্ন কর্মসূচির জন্য নির্দিষ্ট সুদহার নির্ধারণ করেছে। এই সুদহারগুলো সরল সুদ হিসেবে প্রযোজ্য এবং সময় ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল হতে পারে। নিম্নে সুদহারগুলো শ্রেণীবিভাগ করে উপস্থাপন করা হলো:

 

ক্রমিককর্মসূচীর নামসুদের হার (%)অতিরিক্ত শর্তাবলী
ক)নিজস্ব কর্মসূচী
(i)উৎপাদনশীল ও সেবামূলক খাত১১%অনিয়মিত/খেলাপী হলে +১%, মেয়াদোত্তীর্ণ হলে +১%
(ii)বাণিজ্যিক খাত১৩%অনিয়মিত/খেলাপী হলে +১%, মেয়াদোত্তীর্ণ হলে +১%
খ)ক্ষুদ্র ব্যবসা ঋণ কর্মসূচী১৩%
গ)কৃষিভিত্তিক শিল্প স্থাপনে ঋণ সহায়তা কর্মসূচী৮-৯%
ঘ)বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ সহায়তা কর্মসূচী (বিবিমপ্রাস)১০%
ঙ)বাংলাদেশ ব্যাংক দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে পুনঃঅর্থায়ন স্কীম (বিবিকৃপ)৫%

 

নোট:

  • সকল ঋণের ক্ষেত্রে সরল সুদ প্রযোজ্য।
  • সুদের হার সময়ের সাথে পরিবর্তনশীল হতে পারে।

Leave a Comment