[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

ব্যাংকের কার্যাবলি | এইচএসসি ব্যাংকিং ও বিমা

ব্যাংকের কার্যাবলি “১ম অধ্যায় (chapter 1)” আজকের ক্লাসের আলোচ্য বিষয়। “ব্যাংকের কার্যাবলি [ Functions of the bank ]” ক্লাসটি এইচএসসি’র ব্যাংকিং ও বিমা (HSC Banking and Insurance) এর সিলেবাসের অংশ। যা এইচএসসি’র ব্যাংকিং ও বিমা (HSC Banking and Insurance) বা একাদশ-দ্বাদশ শ্রেণীর ব্যাংকিং ও বিমা ২য় পত্র (Class 11-12 Banking and Insurance 2nd Paper)” এর “১ম অধ্যায় (chapter 1)” এ পড়ানো হয়।

 

ব্যাংকের কার্যাবলি

ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান, যা অর্থ জমা-গ্রহণ, সংরক্ষণ, স্থানান্তর ও ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ছাড়াও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাংক অনেক কাজ করে। আধুনিক ব্যাংকগুলো বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যেসব কার্যাবলি সম্পাদন করে থাকে নিচে তা উল্লেখ করা হলো-

 

 

১. আমানত গ্রহণ (Collection of deposit) : ব্যাংক সঞ্চয়ী, চলতি ও মেয়াদি হিসাবের মাধ্যমে জনগণের ছড়িয়ে-ছিটিয়ে থাকা অতিরিক্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। এ লক্ষ্যে জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ।

২. অর্থ বা দাবি পরিশোধ ( Payment of money): আমানতকারীগণ যে অর্থ ব্যাংকে জমা রাখে তা থেকে ব্যাংক তাদের দাবি অনুযায়ী জমাকৃত অর্থ চাহিবামাত্র পরিশোধ করে থাকে।

৩. ঋণদান (Payment of loan): ব্যাংক হলো ধার ও ঋণের ব্যবসায়ী। তাই আমানত হিসেবে বা অন্য কোনো উৎস হতে সংগৃহীত অর্থ ব্যাংক ব্যবসায়ী, শিল্পপতি ও অন্যদেরকে ঋণ হিসেবে প্রদান করে। উপযুক্ত খাতে ঋণদান ও তা যথাসময়ে সংগ্রহ করা সব ধরনের ব্যাংকেরই গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত।

৪ . বিনিময়ের মাধ্যম সৃষ্টি (Creation of medium of exchange) : চেক, প্রত্যয়পত্র, ড্রাফট, পে-অর্ডার, ভ্রমণকারীর চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে আধুনিক ব্যাংকসমূহ দেনা-পাওনা নিষ্পত্তি ও আর্থিক লেনদেনে সহায়তা করে।

৫. অর্থ স্থানান্তর (Transferring money) : দেশের এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক দেশ থেকে অন্য দেশে অর্থ প্রেরণ একান্ত প্রয়োজন। ব্যাংকের অন্যতম প্রধান কাজ হচ্ছে চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল ইত্যাদির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্বল্প সময় ও খরচে অর্থ স্থানান্তর করা।

৬. ব্যবসা-বাণিজ্যে সহায়তা (Assistance in business): ঋণদান, মক্কেলদের পক্ষে দেনা-পাওনা নিষ্পত্তি, অর্থ স্থানান্তর ও অন্যান্য প্রাসঙ্গিক কাজ সম্পাদন করে ব্যাংকসমূহ একদিকে যেমন অভ্যন্তরীণ বাণিজ্যে সহায়তা করে, তেমনি প্রত্যয়পত্র, পর্যটকের চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি ইস্যু করে বৈদেশিক বাণিজ্যকেও সচল রাখে।

 

google news logo
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

৭. কৃষি ও শিল্পের উন্নয়ন (Developing agriculture and industry) : একটি দেশের কৃষি ও শিল্প উন্নয়নের জন্য যে আর্থিক সহযোগিতা দরকার ব্যাংক তা প্রদান করে থাকে। কৃষিতে যেমন উন্নত যন্ত্রপাতি, সেচ ব্যবস্থাসহ বিভিন্ন আধুনিক উপকরণ সংগ্রহের জন্য ব্যাংক ঋণের সহায়তা দরকার, তেমনি শিল্পক্ষেত্রে শিল্পের ভারী যন্ত্রপাতি এবং কাঁচামাল সংগ্রহের জন্য স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি ঋণ প্রয়োজন হয়।

৮. মূলধন গঠন (Formation of capital) : জনগণের কাছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অর্থ সংগ্রহ করে তা মূলধন গঠনে ব্যবহার করা ব্যাংকের একটি অন্যতম কাজ। দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নতির জন্য যে বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, অর্থ বাজারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ব্যাংক তা ব্যবস্থা করে।

৯. ঋণ আমানত সৃষ্টি (Creation of loan deposits): ঋণ আমানত সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ। দুইভাবে এ আমানত সৃষ্টি করা যায়। প্রথমত, মক্কেল ব্যাংককে নগদ টাকা জমা দিয়ে আমানত সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, ব্যাংক মক্কেলকে ঋণ মঞ্জুর করে আমানত সৃষ্টি করতে পারে । ব্যাংক ঋণের টাকা নগদে না দিয়ে মক্কেলের হিসাবে জমা করে। মক্কেল তার সুবিধামত উক্ত ঋণের টাকা চেক কেটে উত্তোলন করে। আবার, মক্কেল দেনা পরিশোধের উদ্দেশ্যে চেক লিখে তার পাওনাদারকে প্রদান করে। এভাবে ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে ।

১০. বিনিময় বিল বাট্টাকরণ (Discounting bill of exchange) : ব্যবসায়ীদের জরুরি প্রয়োজনে ব্যাংক তাদের বিনিময় বিল মেয়াদপূর্তির আগেই ভাঙ্গিয়ে নেওয়ার সুযোগ দেয়। এজন্য ব্যাংক নির্দিষ্ট হারে বাট্টা গ্রহণ করে এবং মেয়াদপূর্তিতে আদিষ্টের কাছ থেকে বিলের সম্পূর্ণ টাকা আদায় করে নেয়। উপরিউক্ত কার্যাবলিসমূহ ছাড়াও আরো অনেক কাজ ব্যাংক সম্পাদন করে।

 

ব্যাংকের কার্যাবলি

 

ব্যাংকের কার্যাবলি নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুন:

Leave a Comment