একটি সফল ব্যাংকের নির্দেশক [ Indicators of a Successful Bank ] বিষয়টি নিয়ে আজকের আলোচনা। সাধারণতঃ মকেল তথা দেশের স্বার্থে নির্ভরযোগ্য সফল ব্যাংক চিহ্নিত করা আবশ্যক। অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে, ব্যাংকের আর্থিক অবস্থা অপেক্ষাকৃত স্বচ্ছল ও ঋণ ঝুঁকি অপেক্ষাকৃত কম এবং লাভের অবস্থা অপেক্ষাকৃত বেশি সে ব্যাংকগুলোকে সকল ব্যাংক বলে চিহ্নিত করা যায়। পরিমাণগত তথ্যের ভিত্তিতে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে এরূপ একটি অনুশীলন করা হয়ে থাকে। এ ধরণের অনুশীলন সমান্তরাল অথবা উলম্ব হতে পারে।
একটি সফল ব্যাংকের নির্দেশক [ Indicators of a Successful Bank ]
অর্থাৎ একটি ব্যাংকের পূর্ববর্তী বছর সমূহের সংগে বর্তমান বছরের পরিমাণ তথ্যভিত্তিক পরিমাপ অথবা কয়েকটি ব্যাংকের বর্তমান বছরের পরিমান তথ্যভিত্তিক পরিমাপক ব্যবহার করা যেতে পারে। আর্থিক তথ্যের উপর ভিত্তি করে এরূপ মূল্যায়ন সীমাবদ্ধতামুক্ত নহে, কারণ অনেক আবশ্যকীয় গুণগত পর্যালোচনা এতে স্থান পায় না।
অতএব, নির্ভরযোগ্য অনুশীলন করতে হলে আর্থিক তথ্য ভিত্তিক অনুশীলনে অবশ্যই ব্যবস্থাপনা, দেশের বা আন্তর্জাতিক অর্থনৈতিক ও আরো অনেক গুণগত তথ্যভিত্তিক বিশ্লেষণ বিবেচনায় আনা প্রয়োজন।
যাহোক আর্থিক পরিমানগত তথ্যের বিশ্লেষনের ভিত্তিতে অপেক্ষাকৃত সফল ও নির্ভরযোগ্য ব্যাংক চিহ্নিত করার পরিমাপক নিম্নে দেয়া হলো :
সকল ব্যাংক নির্দেশক উচ্চতর অনুপাত Higher ratios indicating Successful Bank | সফল ব্যাংক নির্দেশক নিম্নতর অনুপাত Lower Ratios indicatingSuccessful Bank |
ক) সুদলব্ধ আয় ও মোট সম্পত্তি অনুপাত । | ক) ঋণ ও মোট সম্পত্তির অনুপাত। |
খ) ঋণপত্রে ব্যবহৃত তহবিল ও মোট সম্পত্তির অনুপাত। | খ) সুদ খরচ ও মোট সম্পত্তির অনুপাত। |
গ) মুনাফা অর্জনকারী সম্পদ ও মোট সম্পত্তির অনুপাত। | (গ) সুদ ব্যয় ও সুদধারী দায়। |
ঘ) চলতি আমানত ও মোট দায়ের অনুপাত। | ঘ) সুদ বহির্ভূত খরচ ও মোট সম্পত্তির অনুপাত। |
ঙ) ব্যাংকের পুঁজি ও মোট সম্পত্তির অনুপাত। | ঙ) ঋণ ক্ষতি প্রভিশন ও মোট সম্পত্তির অনুপাত। |
চ) কর্মচারী কর্মকর্তা প্রতি সম্পত্তি। | চ) ঋণ ক্ষতি ও মোট ঋণ অনুপাত। |
ছ) কর্মকর্তা কর্মচারী প্রতি গড় বেতনভাতা। | ছ) স্থবির ঋণ ও মোট ঋণের অনুপাত। |
আরও পড়ুনঃ
- ব্যাংক কর্মকান্ডের সাফল্য মূল্যায়ন [ Perfomance Evaluation of Bank ]
- ব্যাংক ব্যবস্থাপনার সূচিপত্র
- ব্যাংক ব্যবস্থাপনার ধারণা [ Concepts of Bank Management ]
- বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা [ Banking System in Bangladesh ]
- ব্যাংক ব্যবসায়ের বহিঃ উপাদান [ External Factors of Bank Environment ]
- ব্যাংক ব্যবসায়ের পরিবেশ ব্যবস্থাপনা [ Management of Bank Environment ]